價格:免費
更新日期:2017-05-03
檔案大小:2.6M
目前版本:1.0
版本需求:Android 4.0.3 以上版本
官方網站:http://www.bendroidapps.com
Email:bendroidapps@gmail.com
聯絡地址:Skovmarken 6A 2770 Kastrup Denmark
০১. নবী পরিবারের পরিচয়
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বংশধারাকে তিন ভাগে বিভক্ত করা যায়। প্রথম অংশের নির্ভলতার ব্যাপারে সীরাত রচয়িতা এবং বংশধারা বিশেষজ্ঞতা একমত। দ্বিতীয় অংশ সম্পর্কে সীরাত রচয়িতার মাঝে কিছু মতভেদ রয়েছে। কেউ সমর্থন, কেউ বিরোধিতা আবার কেউ ভিন্নমত প্রকাশ করেছেন। এটি আদনান থেকে ওপরের দিক হযরত ইবরাহীম (আ) পর্যন্ত। তৃতীয় অংশে নিশ্চিত কিছু ভুল রয়েছে,এটি হযরত ইবরাহীম (আ) থেকে হযরত আদম (আ) পর্যন্ত। এ সম্পর্কে ইতিপূর্বে ইঙ্গিত করা হয়েছে। নিচে তিনটি অংশ মোটামোটি বিস্তারিতভাবে আলোচনা করা যাচ্ছে।
প্রথম অংশ
মোহাম্মাদ ইবনে আবদুল্লাহ, ইবনে আবদুল মোত্তালেব (শায়বা) ইবনে হাশেম (আমর) ইবনে আবদ মান্নাফ (মুগীরা) ইবনে কুসাই (যায়েদ) ইবনে কেলাব ইবনে মাররা, ইবনে কা’ব ইবনে লোহাই ইবনে গালেব ইবনে ফাহার, ( এর উপাধিই ছিলো কোরোয়শ ছিলো কোরায়শ গোত্র নামেই পরিচত) ইবনে মালেক ইবনে নযর কায়েস ইবনে কেননা ইবনে খোযয়মা ইবনে মাদরেকা (আমের) ইবনে মোদার ইবনে নাযার ইবনে মায়া’দ ইবনে আদনান।
দ্বিতীয় অংশ
আদনান থেকে ওপরের দিকে। অর্থাৎ আদনান ইবনে আওফ ইবনে হামিছা ছালামান ইবনে আওছ ইবনে পোছ, ইবনে কামোয়াল ইবনে উবাই ইবনে আওয়াম ইবনে নাশেদ ইবনে হাজা ইবনে বালদাস ইবনে ইয়াদলাফ ইবনে তারেখ ইবনে জাহেম ইবনে নাহেশ, ইবনে মাখি, ইবনে আয়েয,ইবনে আবকার,ইবনে ওয়ায়েদ, ইবনে আদদায়া, ইবনে হামদান, ইবনে সুনবর,ইবনে ইয়ারেবী, ইবনে ইয়াহাজান, ইবনে ইয়ালান ইবনে আরউই ইবনে আই ইবনে যায়শান ইবনে আইশার ইবনে আফদান ইবনে আইহাম ইবনে মাকছার ইবনে নাহেছ ইবনে জারাহ ইবনে সুমাই ইবনে মাযি ইবনে আওযা ইবনে আরাম ইবনে কায়দার ইবনে ইসমাইল ইবনে ইবরাহীম।
তৃতীয় অংশ
হযরত ইবরাহীম (আ) থেকে ওপরের দিকে। ইবরাহীম ইবনে তারাহ (আযর) ইবনে নাহুব ইবনে ছারদা (সারুগ) ইবনে রাউ ইবনে ফালেজ ইবনে আবের শালেখ ইবনে আরফাখশাদ ইবনে সাম ইবনে নূহ (আ) ইবনে লামেখ ইবনে মাতুশালাক ইবনে আখনুখ (মতান্তরে হযরত ইদরিস (আ) ইবনে ইয়াদ ইবনে মাহলায়েল ইবনে কায়নান ইবনে আনুশা, ইবনে শীশ ইবনে আদম (আ)।
নবী সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর পরদাদা হাশেম ইবনে আবদে মান্নাফের পরিচয়ে হাশেমী বংশোদ্ভত হিসাবে পরিচিত। কাজেই হাশেম এবং তাঁর পরবর্তী কয়েকজনের সংক্ষিপ্ত পরিচয় উল্লেখ্য করা জরুরী।
(এক) হাশেম, ইতিপূর্বে আমরা উল্লেখ করছি যে, বনু আবদে মান্নাফ এবং বনু আবদুদ দারের মধ্যে পদমর্যাদা বন্টনে সমঝোতা হয়েছিলো। এর প্রেক্ষিতে আবদে মান্নাফের বংশধররা হাজীদের পানি পান করানো এবং মেহমানদের আতিথেয়তার মেযবানি লাভ করেন। হাশেম বিশিষ্ট সম্মানিত এবং সম্পদশালী ব্যক্তি ছিলেন। কিন্তু মক্কার হাজীদের সুরুয়া রুটি খাওয়ানোর প্রথা চালু করেন। তাঁর প্রকৃত নাম ছিলো আমর। কিন্তু রুটি ছিড়ে সুরুয়ায় ভেজানোর কারণে তাঁকে বলা হতো হাশেম। হাশেম অর্থ হচ্ছে যিনি ভাঙ্গেন। হাশেমই প্রথম মানুষ, যিনি কোরায়শদের গ্রীষ্ম এবং শীতে দু’বার বাণিজ্যিক সফরের ব্যবস্থা করেন। তাঁর প্রশংসা করে কবি লিখেছেন, তিনি সে আমর, যিনি দুর্ভিক্ষ পীড়িত দুর্বল স্বাজাতিকে মক্কার রুটি ভেঙ্গে ছিড়ে সুরুয়ায় ভিজেয়ে খাইয়েছিলেন এবং শীত ও গ্রীষ্মে দু’বারের সফরের ব্যবস্থা করেছিলেন।
হাশেম বা আমরের একটি গুরত্বপূর্ণ ঘটনা এই যে, তিনি ব্যবসার জন্যে সিরিয়া সফরে গিয়েছিলেন। যাওয়ার পথে মদীনায় পৌঁছে বনি নাজ্জার গোত্রের সালমা বিনতে আমরে সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন এবং কিছুদিন সেখানে অবস্থান করেন। গর্ভবতী হওয়ার পর স্ত্রীকে পিত্রালয়ে রেখে সিরিয়ায় রওয়ানা হন। ফিলিস্তানের গাযা শহরে গিয়ে তিনি ইন্তিকাল করেন। এদিকে সালামার একটি সন্তান ভূমিষ্ট হয়। এটা ৪৯৭ ঈসায়ী সালের ঘটনা। শিশুর মাথার চুলে ছিলো শুভ্রতার ছাপ, এ কারণে সালামা তার নাম রাখেন শায়েবা। ইয়াসরেব বা মদীনায় সালামার পিত্রালয়েই সন্তান লালন পালন করেন। পরবর্তীকালে এই শিশুই আবদুল মোত্তালেব নামে পরিচিতি হন। র্দীঘকাল যাবত হাশেমী বংশের লোকেরা এ শিশুর সন্ধান পায়নি। হাশেমের মোট চার পুত্র পাঁচ কন্যা ছিলো। পুত্রনাম নিম্নরূপ: আসাদ, আবু সায়কি, নাযলা, আবদুল মোত্তালেব। আর কন্যাদের নাম হলো: শাফা, খালেদা,যঈফা,রোকাইয়া এবং যিন্নাত।